চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সংগীতানুষ্ঠান

মো. দেলোয়ার হোসেন

১ ফেব্রুয়ারি, ২০২০ | ২:০৮ পূর্বাহ্ণ

গান ভালোবাসে না, এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। মানুষের দেহের খোরাক যেমন খাবার, তেমনি মনের খোরাক হচ্ছে গান। আর সে গানের মধ্যে যদি নিজের পছন্দনীয় গান হয় বা নিজের জীবন কথার সাথে মিলে যায় গানের কথা তাহলে তো আর কথাই নেই। বিশেষ করে ভারতের আধুনিক গানগুলো অনেক পুরানো হলেও এখনো জনপ্রিয়তায় শীর্ষে। এমন অনেক শ্রোতা রয়েছেন ওপার বাংলার মান্না দে, হেমন্ত মুখোপধ্যায়, কুমার সানু, লতাসহ বিভিন্ন শিল্পীর আধুনিক গানগুলো এখনো বেজে উঠলে সবাই একবার কান কাড়া করে গানগুলো শুনে। এ ধরনের কিছু গান নিয়ে আইনজীবী সম্মিলন পরিষদের সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন, সমরজিৎ রায়। তিনি শুরুতে গাইলেন, তুমি কি সেই আগের মত আছো, খুব জানতে ইচ্ছে করে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, তুমি নিজের মুখে বললে যেদিন, অলির কথা শুনে বকুল হাসে, ও কেন এত সুন্দরী হলো, যদি কাগজে লিখ নাম, তুমি অনেক যতœ করে আমায় দুঃখ দিতে এসেছো, কেন দূরে থাকো, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আমি জামিনি তুমি শশীহে, সুন্দরীগো দোহাই দোহাই মান করো না, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন। এসব গান যখন শিল্পী পরিবেশন করছিলেন, তখন চলছিল রাতের খাবার। কিন্তু দর্শক-শ্রোতারা অনেকে আহার ভুলে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন এ শিল্পীর গানের মাঝে।

এক সময় চট্টগ্রামের খ্যাতিমান প্রয়াত প্রবাল চৌধুরী যখন সংগীত পরিবেশন করতেন, তখন মনে হতো হেমন্ত মুখোপধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছি। সমরজিৎ এর কণ্ঠ যেন, সৃষ্টিকর্তা তাকে আজীবন গান করার সুযোগ করে দেয়। এমন কথা বললেন অনেক দর্শক। এরপর পর মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, গানটি নিয়ে মঞ্চে আসলেন মরমি শিল্পী এলিপি শর্মা। তিনি একে একে বেশ কয়েকটি মরমি গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন। অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন আইনজীবীদের সন্তানেরা। তারা আমি এত যে তোমায় ভালোবেসেছি, ও আকাশ প্রদীপ জ্বেল না এ দুটি গানে নৃত্য পরিবেশন করে দর্শকদের অনুষ্ঠানের গতি পরিবর্তন করেছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট