চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে কমার্স কলেজের এইচএসসি-৮৫ ব্যাচের মিলনমেলা

রূপম চক্রবর্তী

২৫ জানুয়ারি, ২০২০ | ৫:২৬ পূর্বাহ্ণ

এই যেন এক মহা মিলনমেলা। অনেক বছর পর বন্ধুদের দেখা, কিন্তু চিনতে ভুল করেনি। যাকে বলে হৃদয়ের টান।এই হৃদয়দের টানে বন্ধুরা দেশের বিভিন্ন অঞ্চল এমনকি দেশের বাইরের থেকে ছুটে এলো সাগর নগরী কক্সবাজারে। বন্ধুদের কাছে পেয়ে সবার মুখে একটা কথা বন্ধু তুমি কেমন আছো। গত ১৬ থেকে ১৮ জানুযারী কক্সবাজারের তারকা হোটেল কক্স-টুডেতে বসে ছিল এই মিলনমেলা। মাননীয় সংসদ সদস্য বন্ধু নিজাম উদ্দিন হাজারীর বদন্যতা ও স্পন্সরে সহপাঠী বন্ধু ও তাদের পরিবার নিয়ে তিন দিন কেটেছে এক প্রাণ এক মন নিয়ে। চট্টগ্রাম ও ঢাকা থেকে বাস এবং ফ্লাইট যোগে সবাই কক্সবারের উপস্থিত হতে না হবে মিলনের মহা আনন্দে একজন আরের জনকে জড়িয়ে শুধু পুরানো স্মৃতি আওলাতে থাকে। প্রথমদিনের কর্মসূচিতে ছিল শাহীন এবং বারিশ এর উপস্থাপনায় সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। অত্যন্ত প্রাণবন্ত আয়োজনে প্রায় চার শতাধিকার সদস্যসহ পরিবারের সবাই উপভোগ করেন। বন্যা চৌধুরীর ও তার দলের পরিবেশনায় দেশাত্ববোধ গানের উপর নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মধ্যারাতে ডিজে পরীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজন ছিল বর্নাঢ্য র‌্যালী, সৈকত পরিষ্কারকরন প্রভৃতি। সদস্যদের সরব উপস্থিতি সৈকত হয়ে উঠে আনন্দ মেলায়। সন্ধ্যার আয়োজনে ছিল ফানুস উড়ানো জনপ্রিয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা, নৃত্যানুষ্ঠান ও র‌্যাফেল ড্র। এতে সংগীত পরিবেশন করেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী বেলী আফরোজ, তামান্না প্রমী ও মামুন। শুভেচ্ছা বক্তব্যে সংসাদ নিজাম উদ্দিন হাজারী, যেকোন কাজে বন্ধুদের পাশে থাকার অঙ্গিকার করেন। আগামী পুনর্মিলনী আরো বর্নাঢ্য আকারে সিলেটে করার ঘোষনা দেন। এছাড়া বক্তব্য রাখেন সিটি ব্যাংক এর চেয়ারম্যান বন্ধু আজিজ আল খায়সার টিটু, বন্ধু ফাহমিদা মালেক ও তার স্বামী স্থপতি সিজার ভাই, এমপি পত্মী মিসেস নূরজাহান নাজনীন, জামাল উদ্দিন মাসুদ, মুজিবুল হক ও গোলাম ফারুক দম্পতী। এই মহতী মিলনমেলার বিশাল কর্মযজ্ঞের আয়োজন, সমন্বয়, সুষ্ঠ পরিসমাপ্তির সার্বিক দায়িত্ব সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের প্রশংসা কুড়িয়েছেন বন্ধুদের মধ্যে অন্যতম সৈয়দ তানভীর হোসেন, শাহিন দিল নেওয়াজ খান, রানা আমীর ও আবদুল্লাহ জহির। দায়িত্বপ্রাপ্তদের সার্বিক সহযোগিতা করেছেন মহিউদ্দিন,মেহতাব, জহুর, কে আর কচি, হাসান ঈমাম, বেলাল প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট