চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

“স্বপ্ন মাঝে স্বপ্ন ” ও “লেনদেন”

মূল:  এডগার এলানপো ও  মায়া এঞ্জেলো # অনুবাদ : আলমগীর মোহাম্মদ

২ নভেম্বর, ২০১৯ | ৫:০৭ অপরাহ্ণ

“স্বপ্ন মাঝে স্বপ্ন ”

এডগার এলানপো

 

পাপড়ির উপর  চুমুটা  নাও!

এবং, তোমাকে ছেড়ে যাবার বেলায়,

আমাকে নত হতে দাও-

তুমি ভুল নও, যে বুঝতে পারো

আমার দিনগুলো  ছিল স্বপ্নের ন্যায় ;

তবুও যদি স্বপ্ন উড়ে যায়

কোন এক রাতে, বা দিনে,

কোন লক্ষ্যে, বা  কিছুতে না,

এটা কি তাহলে কিছুটা অতীত?

আমরা যা দেখি, বা মনে করি

সেটা স্বপ্নের মাঝে স্বপ্ন।

গর্জনের মাঝে দাঁড়িয়ে আমি, স্রোতাহত তীরে,

আমি হাতের মুঠোয়  চেপে ধরি,

সোনালী বালুকণা-

কত অল্প- তবুও হামাগুড়ি খায় তারা

আঙুলের ফাঁক দিয়ে গভীরে-

আমি যখন ডুকরে কাঁদি- কাঁদি

ওহ ভগবান! আমি কি তাদের ধরতে পারি

আরেকটু শক্ত হাতে?

ওহ ভগবান! আমি কি বাঁচাতে পারি না

নির্দয় ঢেউয়ের হাত থেকে একটাকে?

এটাই কি সব যা আমরা দেখি বা বুঝি

শুধু একটা স্বপ্নের ভিতর আরেক।

 

 

“লেনদেন”

মায়া এঞ্জেলো

 

দাও এবং সবসময় তুমি পাবে

দাও মুক্তহস্তে

যত্নে ও ভালোবাসায়

তোমার প্রতিবেশীকে ভয়মুক্ত করো

কাঁধ বাড়িয়ে দাও

জীবনকে অর্থবহ করো।

যখন দিবে এবং ভালোবাসবে

এবং কারো সমস্যা সমাধানে এগিয়ে আসবে

দাও এবং দয়ালু হও

দাও, অনাহারীর মুখে অন্ন

দাও এবং খুশী করো তাকে

তার মুখে হাসি ফোটাও, যে হাসি অকৃত্রিম

দাও, বড় হও

দাও, তার সমস্যার ভার নাও

দাও, মরা নদীতে প্রাণ আনো দাও,

তব ভান্ডার হতে  বিলিয়ে দাও

দাও, তোমার কখনো অভাব হবে না

দাও, ঈশ্বর তোমায় দেখবে

দাও , জাতি নির্বিশেষে

তোমার প্রাচুর্য থেকে

দাও  সব বংশে

দাও বংশ নির্বিশেষে

দাও বিনা উৎকোচে

দাও, দুয়ার খুলে রাখ

দাও, বিধির বিধান মেনে।

দাও, কারণ তুমি ভালোবাসো

এভাবে, সবার উপরে ভালোবাসা সত্য।

 

-শিক্ষক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ।

 

শেয়ার করুন