চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সার্ক রাইটার্স ফেস্টিভালে যাচ্ছেন চট্টগ্রামের ২ কবিসহ দেশের ১৪ লেখক

অনলাইন ডেস্ক

২২ মার্চ, ২০২৩ | ৪:৫৯ অপরাহ্ণ

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স এ্যান্ড লিটারেচার আয়োজিত ‘(FOSWAL) লিটারেচার ফেস্টিভাল’-এ যোগ দিচ্ছেন দেশের স্বনামধন্য ১৪ জন কবি-লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের দুই কবিও।

 

ভারতের নিউ দিল্লিতে আগামী ২৬-২৮ মার্চ তিনদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউএসএ, ভুটান, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের লেখকগণ।

 

বাংলাদেশ থেকে যাঁরা অংশ নিচ্ছেন তারা হলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক কবি ওবায়েদ আকাশ, কবি ভাগ্যধন বড়ুয়া, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি কামরুল হাসান, সানাউল হক, আশরাফ জুয়েল, সেঁজুতি বড়ুয়া, অজয় কুমার রায়, শেখর দেব, ড. রুবানা হক প্রমুখ। পদ্মশ্রী প্রাপ্ত লেখক অজিত কাউরের নেতৃত্বে প্রায় দেড় শতক ধরে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

 

ফেস্টিভালের যৌথ উদ্যোক্তা একাডেমি অব ফাইন আর্টস এন্ড লিটারেচার। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, শিল্পকলাসহ সংস্কৃতির নানান বিষয় নিয়ে তারে কার্যক্রম রয়েছে। তিন দিনে অন্তত তেইশটি অধিবেশনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন