২৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
কবি, অনুবাদক ও সম্পাদক শেখর দেব। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার অনুবাদ গ্রন্থ ‘ব্ল্যাক বার্ড’। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন।
সোহরাওয়ার্দী উদ্যানের বাংলা একাডেমির বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশনের ৬৫-৬৬ নম্বর স্টলে ও চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়ামের বইমেলায় ০১-০২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে । বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা মাত্র।
বইটি সম্পর্কে লেখক বলেন, ‘এ গ্রন্থ পাঠ করলে পৃথিবীর চারকোণের চারজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সাহিত্যিকের গল্প পড়ার স্বাদ পাবেন। ঘটবে চারটি সংস্কৃতির সাথে পরিচয়। চারজন গল্পকার হলেন লিও তলস্তয়, নগুগি ওয়া থিয়েঙ্গো, লিডিয়া ডেবিস ও আলেক্স লা গুমা।’
পূর্বকোণ/এসি