২১ জুলাই, ২০২২ | ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রবাসী আলোকচিত্র শিল্পী অনুরূপ কান্তি দাশের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক তিনদিনের এ প্রদর্শনী এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনের এ প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার তোলা মোট ২৪টি ছবি। তিনদিনের এ প্রদর্শনীতে অংশ নিয়ে তা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী নিজেই।
পূর্বকোণ/পিআর