চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নবনীতা ও বৈশাখ

১৪ এপ্রিল, ২০২২ | ১১:২১ পূর্বাহ্ণ

রিজোয়ান মাহমুদ

 

আকাশের কব্জি ছুঁয়ে
আলো আসে
নবনীতা তুমি গান ধরো,
মোহন আবেশে।

আজ আকশটা দীর্ঘ বড়ো
আজ নিদ্রাবিহীন বৈশাখ
ধ্বংস অথবা নির্মাণ করো
ভেতরের সবকিছু পুড়ে খাক।

রবি ও আমি দু’ধারে হাঁটি
দু’জনেই খোঁজে পারাপার
আমি ঘুমোতে না পেরে, টলি
তপ্ত এ-ই রোদ শুধুই নবনীতার।

রবি, আসলে বিনয়ী খুব
বলে, ধূলি না উড়া বৈশাখে
তোমাকে দিলাম তো নবনীতাকে
তবু, বৃষ্টিটা নামুক ঘোর এই ফাঁকে।

আমি খুব সেকেলে মানুষ
ঋতুর গাভীরা সব বন্ধ্যা
ঋতুমতী করো তুমি তাকে
এই বিহানেও নামছে অঘোরে সন্ধ্যা।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট