চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

নিজস্ব প্রতিবেদক 

৫ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ

ওম জয় জয় দেবী চরাচর সারে। কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে। আজ শনিবার বাগদেবীর আরাধনা। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যা-বুদ্ধির দেবী সরস্বতী। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবেন। হিন্দু শাস্ত্রমতে দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের সব পূজামণ্ডপ।

পূজার সময় পুরোহিত ও দেবীর ভক্তরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তোতে’-এ মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর আরাধনা করবেন, দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেবেন। হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোয় এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন, পিতৃ তর্পণের আয়োজন করা হয়। নগরীর জে এম সেন হলসহ বিভিন্ন মন্দির ও পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবারও উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। তবে ওমিক্রণ প্রকোপের কারণে এবার পূজার অনুষ্ঠানমালা সীমিত করা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। দেবী সরস্বতীর পূজা অর্চনা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশের অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার প্রতি অনুরোধ, আপনারা করোনাভাইরাসের এ সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করবেন।’ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ পূজা উপলক্ষে বিভিন্ন ম-পে দেবীকে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গরীরদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হবে। তিনি সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে পূজাম-পে আসার অনুরোধ জানান।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট