চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঠিক যদি ছেড়ে যাই

নিঃশব্দ আহামদ

৩ মে, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

আদুরে হয়ে ফিরছে এই যে পথ,
আরও শতবর্ষ ছিলো হেঁটে যাবার,
ধীর লয়ে যেমন হেঁটে যাবো
ভেবেছি একদিন-তোমার হাতপাশে আমারি হাত রেখে
ছন্দোবদ্ধ হবে আমার সকল বৈরাগ্যপনা
সে স্বপ্নাতুর অভিলাষ ফিকে হয়ে গেলে
আমার আর ভালো লাগে না।

বিচূর্ণ কাঁচ শব্দে ভেঙে যেতে থাকে
এখানে ওখানে আমার যতোটা জীবন হয়েছে নির্মাণ
আহা!শুধু শূন্য শূন্য মাতমে শুধু একা
দগ্ধ এক হৃদয় রোজ ডুবে যায় দুঃসহ হতাশায়।

বরং আমার যাবার ছিলো,
এই যে পথে পথে ছড়ানো মৃত্যু;
ভয় দেখে দেখে ক্লান্ত,
দীর্ঘ ক্লান্তির ভেতর সাড়া পড়ে গেছে
এক সুর,
অচেনা-খুউব ,
যার বিবরণ শুনে শুনে আঁতকে ওঠে অন্ধকার,
অনন্ত নিবাসী হবো যেনো আমি তার।

ঠিক যদি ছেড়ে যাই, একদিন
আহা! কার চোখ জলে ভাসছে সন্ধ্যাঘর
প্রথম ভোরের সন্ধানী কোন সে চোখ
আমি একবার তাঁর কণ্ঠলগ্ন হবো,
যেমন শেষ আকুলতার পাশে স্ত্রী’র প্রতিটি চোখ,
কোলাহল পাশে সন্তর্পনে কাঁপছে
বুক যেমন ব্যথাতুর নীরবতা।

শেয়ার করুন