১৯ ফেব্রুয়ারি, ২০২১ | ২:২৪ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তাফা (দ.) এর ধরায় শুভাগমন দিবস পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, মহানবীর (দ.) আগমনী দিন রাষ্ট্রীয়ভাবে পালন করা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকার আমাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে যে স্বীকৃতি প্রদান করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। মূলত দিনটি সমন্ত মাখলুখাতের জন্য একটি বরকতময় দিন। জাফর ছাদেক শাহ জাতিসংঘের মহাসচিবের প্রতিও অবিলম্বে দিবসটি বিশ্বব্যাপী একযোগে পালনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
The Post Viewed By: 507 People