চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাল গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১১৫তম ওরশ

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

২৩ জানুয়ারি, ২০২১ | ১২:৪০ অপরাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ প্রকাশ হযরত সাহেব কেবলার ১১৫তম বার্ষিক ওরশের প্রধান ও শেষ দিন আগামীকাল রবিবার। শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর এই মহান অলীর ওফাত (তিরোধান) দিবসে বংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে ভক্ত অনুরক্তরা দরবারে সমাবেত হন। রবিবার দরবারের আওলাদরা পৃথকভাবে ওরশের আনুষ্ঠানিকতার সূচনা করেন। 

এদিকে ওরশ উপলক্ষে দরবারে গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের আওলাদগণ বিশেষ ব্যক্তিদের নিয়ে উপজেলা প্রশাসনের সাথে প্রশাসনিক সমন্বয় সভায় অংশ নেন। এতে ওরশের বিভিন্ন দিক নিয়ে উপজেলা প্রশাসনের সাথে  জনপ্রতিনিধি, সাংবাদিক, বিদ্যুৎ সংশ্লিষ্টরা, যানবাহন মালিক সমিতি, স্থানীয় পাঁচ পাড়ার বাসিন্দাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওরশ যথাযথ শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে করতে ফটিকছড়ি উপজেলা, থানা প্রশাসনসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। ওরশে আগত ভক্ত জনতার স্বার্থে প্রায় ৪০টি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে তদারকি কমিটির পাশাপাশি একজন ভ্রম্যমাণ ম্যাজিস্ট্রেট ও তিন স্থরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওরশ উপলক্ষে গত তিন দিন দেশ-বিদেশের ভক্তরা বিভিন্নভাবে দরবারে সমাবেত হয়েছে। ভক্তগণ নিজ নিজ মন্ধিসজল কর্তৃক নির্মিত অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন