চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ড. আহমদ শরীফ জন্মশতবর্ষ উদযাপন পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ

পটিয়ার কৃতীসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক ড. আহমদ শরীফের জন্মশতবর্ষ পালন উপলক্ষে পটিয়ার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ জানুয়ারি) পটিয়া ক্লাবের মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।

লেখক প্রাবন্ধিক এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গবেষক আহমদ কবীর, সাংবাদিক হারুনর রশিদ ছিদ্দিকী, এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, বাসদ নেতা সেলিম উদ্দীন, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, সিপিবি নেতা শ্যামল কান্তি দে, নুরুল ইসলাম, কনক বড়ুয়া, রেজাউল কবীর, সাংবাদিক শিবুকান্তি দাশ, এডভোকেট আশীষ কুমার চৌধুরী, অধ্যাপক ভগীরথ দাশ, জাহেদুল পাশা, এডভোকেট খুরশীদ আলম, এসএম রিদওয়ান কবির, নারীনেত্রী মদিনা বেগম, হারুনুর রশিদ মাহবুব, আবদুল হাকিম রানা, আবদুর রহমান রুবেল, এসএম হামেদ হাছান, পলাশ রক্ষিত প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীমকে চেয়ারম্যান, এডভোকেট কবিশেখর নাথ পিন্টুকে সদস্য সচিব ও শিবুকান্তি দাশকে সমন্বয়ক করে ৭১ সদস্যবিশিষ্ট ড. আহমদ শরীফ জন্মশতবর্ষ উদযাপন পরিষদ গঠিত হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট