চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কিছু অণু কবিতা

শবনম নার্গিস

২০ ডিসেম্বর, ২০২০ | ৮:১৭ অপরাহ্ণ

চলো পুড়ে যাই!
এই মিঠে রুদ্দুরে-
নিস্ফল বাসনা যত
মুঠোয় পুরে।
***

কিছুটা কষ্টে আছি, কিছুটা সুখে!

অনেক তো দিলে-
কথা ও কবিতা।
শিমুলরাঙা বিকেল দিলে
সন্ধ্যাও তো!
তবু যেন-
রেখে দিলে অনেক কিছুই-
সব দিলেনা ঢেলে!

***

এই আগুন আগুন পূর্ণিমায়
জোৎস্না হয়ে উড়ে মন!

ছুঁয়ো না হাত!
ছুঁয়ো না হৃদয়!
দুরত্বে যাও……
বিরহী হব আমি এই রাতে!

 

***

মনের মাঝে ঝোপ-ঝাঁড়
যা কিছু আবাদ
সব ছেটে-ছুঁড়ে ফেলছি এবার!

***

দৃষ্টির তুলিতে
ঝুলে থাকা শূন্যতায়-
কোন ছবি আঁক তুমি?

গুয়ের্নিকা হৃদয়!

 

***

 

কী গভীর আকুলতা

বুকের গহীনে!

মায়োপিক দৃষ্টিতে

ভালবাসার শ্রাবণ!

চৈত্রের প্রান্তরের মতো

তোমার তৃষিত বুকে-

ঝিনুক হৃদয়ে মুক্তোর মতন

ফিরে চাইবেই যদি,

অবলীলায় ফেরালে কেন!

***

শুক্লা দ্বাদশী চাঁদ,
এক চিলতে উঠোন-
জ্যোৎস্না ও জোনাকির চুম-
বিবাগীর রাত নির্ঘুম!

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট