চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গল্পের বই ‘লাবিবের বিভ্রম’ এখন বাজারে

বিজ্ঞপ্তি

৭ সেপ্টেম্বর, ২০২০ | ৫:৪৮ অপরাহ্ণ

করোনাকালীন সময়ে ঘরবন্দী অবস্থায় প্রকাশিত হয়েছে সাফায়েতুল ইসলাম এর প্রথম গল্পের বই ‘লাবিবের বিভ্রম’। ১৫০ টাকা মূল্যের বইটি বের করেছে গতিধারা। চট্টগ্রামে বইটি পাওয়া যাচ্ছে বাতিঘর ও অমর বইঘরে। গতিধারা প্রকাশনীর পর ‘লাবিবের বিভ্রম’ বইটির পাঠক চাহিদার কথা বিবেচনা করে দ্বিতীয় সংস্করণ করছে মৌ প্রকাশনী। সাফায়েতুল ইসলাম বলেন, ‘লাবিবের বিভ্রম’ ১৩টি ছোটগল্প নিয়ে আমার প্রথম প্রকাশিত বই। প্রতিটি গল্পের পরিবেশনা ভীষণ উপভোগ্য। পাঠক প্রতিটি গল্পে অনায়েসে ডুবে যাবে। অনিয়ন্ত্রিতভাবে প্রতিটি চরিত্রে ঢুকে পরবে। বারবার পড়তে গিয়ে খুঁজে পাবে অন্তিম আমেজ। তিনি আরো বলেন, বইটি আপাত দৃষ্টিতে কতগুলো চরিত্রের মানসিক অবস্থার কথা বলা হলেও তার গভীরে রয়েছে সমাজের ক্রোড় বাস্তবতা। তাই বইটি পড়তে গিয়ে যে কারোরই চিন্তা-ভাবনার জগতে আলোড়ন সৃষ্টি হবে। পাঠক বইটি পড়ে মানব মনের গভীর আচ্ছাদিত চিন্তার জগতকে জানতে পারবে। সাফায়েতুল ইসলাম এর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়, বেড়ে উঠা চট্টগ্রামে। পড়া শোনা করেছেন সাংবাদিকতায়। যুক্ত রয়েছেন একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে ‘কন্টেট রাইটার’ হিসেবে। বিভিন্ন দৈনিক পত্রিকা ও ওয়েবজিনেতার লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন