চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সবচেয়ে বড় টেলিভিশন

১৯ নভেম্বর, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

আমরা সাধারণত কত ইঞ্চি মনিটরের টেলিভিশন দেখি? ২০, ২৪, ৩২, ৫৬, কিংবা ৮৪ ইঞ্চিই হবে। কিন্তু গতানুগতিক
টেলিভিশনের ধারণা বদলে দিয়েছে বিশ্বের অন্যতম বড় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ৩৪ ফুট বা ৪০৮ ইঞ্চি মনিটরের এলইডি টেলিভিশন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা। আর এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন।সিনেমা হলের প্রজেক্টরের বিকল্প হিসেবে এই দৈত্যাকার টেলিভিশনটি বাজারে ছাড়ছে কোম্পানিটি। টেলিভিশনটি এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার লোট্টে সিনেমা ওয়ার্ল্ড টাওয়ারে স্থাপন করা হয়েছে। স্যামসাং কর্তৃপক্ষ জানায়, এ প্রযুক্তি সিনেমার দর্শকদের একেবারে নতুন এক অভিজ্ঞতার সামনে হাজির করবে। বড়

আকারের এ টেলিভিশনটি সাধারণ সিনেমা প্রজেক্টরের তুলনায় ১০ গুণ বেশি উজ্জ্বলতা ছড়াতে সক্ষম।

শার্প রেজ্যুলেশন, বাস্তবধর্মী কালার প্রোফাইল, সঙ্গে নিয়ন্ত্রিত অডিও সুবিধার কারণে এই এলইডি পর্দা দর্শকদের ছবিরই একটি অংশ মনে করার সুযোগ তৈরি করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট