চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মনিব ও পোষা প্রাণীদের দুঃখ

৫ নভেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

এক গ্রামে ছোট একটি ঘরে বাস করতেন এক ব্যক্তি। কয়েকটি ভেড়া, ছাগল, কুকুর ও একটি ষাঁড় পালতেন তিনি। একদিন প্রচ- এক ঝড় এলো গ্রামে।

ঝড়ের কারণে লোকটি তার ঘরেই গেলেন আটকে। এভাবে কয়েকদিন কেটে গেলো। ঝড়ো হাওয়া কিছুতেই থামছে না। এদিকে ঘরের সব খাবার শেষ হয়ে গেছে। নিজের ও তার পরিবারের খাবার জোগাড় করার আর কোনো উপায় না পেয়ে লোকটি তার পালিতভেড়াগুলোকেই এক এক করে মেরে খেয়ে ফেলতে লাগলেন। ক্ষুধা মেটানোর জন্য লোকটি এবার মা এক পর্যায়ে লোকটি তার হালচাষের ষাঁড়কেই মেরে খেয়ে ফেললেন। অনেক বছর ধরে লোকটিকে হালচাষে সাহায্য করেছে ষাঁড়টি। নিজেদের বাঁচাতে কী করবে আলোচনা করতে তারা জরুরি বৈঠক ডাকলো।

বৈঠকে একটি কুকুর বললো, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। মনিব তার এত উপকারী ষাঁড়কেই মেরে খেয়ে ফেলেছেন। এরপর আমাদের পালা! উনি নিশ্চয়ই আমাদের ছেড়ে দেবেন না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট