চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভেসে এলো ৫০ বছরের চিঠি!

১৫ অক্টোবর, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ণ

পল গিলমোর নামের এক ব্রিটিশের লেখা ৫০ বছরের পুরোনো চিঠি অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলে পাওয়া গেছে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি রেডিও জানিয়েছে, আইরি উপদ্বীপে মাছ ধরার সময় বোতলটি পায় পল এলিয়ট এবং তার ছেলে জিহা।

চিঠি থেকে জানা গেছে, গিলমোর ১৩ বছর বয়সে জাহাজে করে ফ্রিম্যানটেল থেকে মেলবোর্নে যাওয়ার সময় এটি লেখেন। হাতে লেখা চিঠিতে ১৭ নভেম্বর, ১৯৬৯ সালের তারিখ দেওয়া।

কিশোর গিলমোর ওই চিঠিতে উল্লেখ করেন তিনি ফেয়ারস্টার জাহাজে ছিলেন। এই জাহাজটি ৬০’র দশকে বহু ব্রিটিশ অভিবাসীকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়।

চিঠিতে বলা হয়েছে, কেউ বোতলটি পেলে মেলবোর্নে যেন তার সঙ্গে যোগাযোগ করে।

এবিসি জানিয়েছে, তারা গিলমোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। গিলমোর আরেকটি সমুদ্র ভ্রমণে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
তার বোন অ্যানি ক্রসল্যান্ড এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সত্যি অবিশ্বাস্য ব্যাপার। সে (গিলমোর) তো আনন্দে ভেসে যাবে।’

ওই চিঠি লেখার দিন গিলমোরের সঙ্গে ক্রসল্যান্ডও জাহাজে ছিলেন। সেই সময়ের ঘটনা স্মরণ করে তিনি জানান, গিলমোর মোট ছয়টি বোতলে চিঠি ভাসিয়ে দিয়েছিল।
গিলমোরের ভাই ডেভিড জানিয়েছেন চিঠির হাতের লেখা তার ভাইয়েরই, ‘দেখে বুঝতে পারছি এটা আমার ভাইয়েরই লেখা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট