চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মধ্যরাতে সূর্যের আলো

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। সাধারণভাবে আমরা দিনেই কেবল সূর্যের আলোর কথা ভাবতে পারি। কিন্তু পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে সূর্য মধ্যরাতেও আলো ছড়ায়। যাকে বলা হয় নিশীথ সূর্য।এই নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। অবশ্য স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন, ফিনল্যান্ডেও কদাচিৎ এমনটি দেখা যায়। নরওয়েসহ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে মে মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য কখনই অস্ত যায় না। ফলে রাতের সময়ে অন্ধকারের পরিবর্তে গোধূলির ম্লান আলো থাকে রাতজুড়ে। এই অঞ্চলের উত্তরাংশে প্রায় দুই মাস এ অবস্থা বিরাজ করে। আরও মজার ব্যাপার শীতের দু’মাস সূর্য মোটে ওঠেই না।তিনবছর হাজার হাজার পর্যটক মহাজাগতিক এ অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় জমান স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে, বিশেষ করে নরওয়েতে। আর প্রকৃত মধ্যরাতের সূর্য দেখা যায় ২১ জুন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট