চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কবিতা

আহমাদ মুস্তাকীম

৩ মে, ২০১৯ | ৫:১৪ অপরাহ্ণ

আহমাদ মুস্তাকীম
ঝুমকো লতা

ঝুমকো লতা ঝুমকো লতা
ফুল ফুটছেে ঐ
মষ্টিি খুকি বনে গলেো
সাথে নয়িে সই।

ঝুমকো লতা ঝুমকো লতা
খুকি দলিো কানে
মনটা তার আজ বজোয় খুশি
দনি কাটালো গান।ে

ঝুমকো লতা ঝুমকো লতা
হয়না তোমার তুল
তাইতো খুকি বানয়িছেে
তোমায় কানরে দুল।

আলী এরশাদ
সেলফিবাজের দল

ছবি তোলায় ব্যস্ত ছিলো
হাজার হাজার লোক,
সার্কাসেরই হাতি যেন
দেখছিল সব চোখ।
ভিড় জমিয়ে রাস্তাটাকে
বন্ধ করে দিয়ে,
দাঁত কেলিয়ে তুললি ছবি
সময় ভুলে গিয়ে।
লাশের সারি হচ্ছে ভারি
আসছে ভেসে আহাজারি
তখন তোরা সেলফি তুলিস
ফোনটা হাতে নিয়ে,
সব কাজেরই তুলিস ছবি
কবে তোরা মানুষ হবি?
বুঝিস নারে ওরে বেকুব
মরা এবং বিয়ে।
বিপদ দেখে মুখে হাসি
কেমনে আসে বল্!
কখন তোদের বুদ্ধি হবে
সেলফিবাজের দল?

জাহিদ হাসান রানা
বাংলাদেশ

সবুজে ঘেরা চারপাশ
লাগছে কত বেশ,
অপরূপ সুন্দর
আমার বাংলাদেশ।
চারিদিকে নদী-নালা
চারপাশে বন,
বাংলার রূপ দেখে
মুগ্ধ আমার মন।
পাখিদের আনা-গোনা
পশুদের ডাক,
অপরূপ বাংলা
যাক এগিয়ে যাক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট