২৩ জুলাই, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ
এক রাখালের পশুর ঝাঁকে অনেকগুলো ছাগল ছিল। সে দলছুট এক ছাগলকে তার পালে ভেড়াতে চাইলো। এজন্য নানারকম কৌশলও আঁটলো সে। সে শিস দেওয়া শুরু করলো, ভেঁপুতে ফুও দিলো। কিন্তু কোনো কৌশলেই ঠিক কাজ হচ্ছিল না। ছাগলটি এসব কর্মকা-ের কোনো ভ্রুক্ষেপও করছিল না।
তখন রাখাল অন্য এক বুদ্ধি করলো। সে ছাগলের দিকে পাথর ছুড়ে মারা শুরু করলো। এতে ছাগলের শিং গেলো ভেঙে।
তখন রাখাল ছাগলের কাছে ক্ষমা চাইলো আর এ ঘটনা তার মালিককে না জানাতে অনুরোধ করলো।
প্রত্যুত্তরে ছাগল বললো- তুমি এতো মুর্খ কেনো? আমি নীরব থাকলেও আমার শিংই কথা বলবে।