চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শুকলাল দাশের কিশোর কবিতাগ্রন্থ মুজিব তুমি ব্রজকণ্ঠ অটল হিমালয়

রাজীব রাহুল

৩ মার্চ, ২০২০ | ১:৫০ পূর্বাহ্ণ

কবি ও গল্পকার শুকলাল দাশ। তিনি শিশুসাহিত্য, কবিতা, গল্প ও পত্রোপন্যাস সহ নানা বিষয়ে লিখে চলেছেন । ইতোমধ্যে তার সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবার একুশের বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশন থেকে বের হয়েছে তার কিশোর কবিতার বই ‘ মুজিব তুমি ব্রজকণ্ঠ অটল হিমালয়’।
বঙ্গবন্ধু, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। ভাটি অঞ্চলের বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জীবনের বেশির ভাগ সময় কারাগারে বন্দী ছিলেন। তার ডাকে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিলো। কবি শুকলাল দাশ কবিতায় উচ্চারণ করেনÑ‘দুঃখ পেয়েও দুঃখ তুমি করেছিলে দূর/ একটি জাতির জন্য তুমি বেঁধেছিলে সুর।’ অপর একটি কবিতা-‘মুজিবুর তুমি বাংলার মুখ অমিলন জয়গান/ তুমিই দিয়েছো এই বাঙালিকে স্বাধীনতা সন্ধান/ আমরা কোথায় ডুবেই ছিলাম / সালাম দিয়েছি করাচি – ঝিলাম/ বাংলাকে তুমি একাই করেছো আলোকিত অফুরান।’
ইয়াহিয়া খান বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঘৃণ্যতম ব্যক্তি। তার রক্তচক্ষু উপেক্ষা করার সাহস ছিলো বঙ্গবন্ধুর। কবি শুকলাল দাশ তার কবিতায় তুলে এনেছেন এভাবেÑ‘খানের ভয়ে সবে অস্থির তুমিই দাঁড়ালে একা/ বাংলার বুকে সেই এক মহা মনীষীর পাই দেখা/ একাই নেমেছো দেশের জন্য / সবাই করেছে ধন্য ধন্য/ আজ তুমি নেই আমাদের চোখে বেদনার জলরেখা।’

পনের আগস্ট বাঙালির জাতির ইতিহাসে কালিময় দিন। এ দিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দুষ্টচক্র। সে দিনের ঘটনায় পুরো জাতি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়ে। কবি শুকলাল দাশ কিশোর কবিতায় সেচিত্র তুলে এনেছেন সফলভাবে – ১) ‘মুজিব নেই- মুজিব আছে চলছে পথে সাথে / সোনার বাংলা গড়বো ঠিকই হাত ধরেছি হাতে।’

২) ‘যে আকাশে চাঁদের আলোয় বাড়তো খুশির বেগ/ আজকে দেখো সেই আকাশে খুব জমেছে মেঘ।’ ৩) ‘হারিয়ে গেছো? না না তুমি/ কালজয়ী এক বীর, দেশ ও জাতির জনক তুমি / সকল বাঙালির ’ ৪) ‘জোনাকিরা দেয় না আলো হয় না আঁধার দূর/ মনের ভেতর আর জাগে না নতুন গানের সুর।’
কবি শুকলাল দাশ নিরাশ নন। তিনি মুজিবকে দেখতে পান বাংলার প্রান্তিক মানুষের ভেতর। তাই তিনি লিখেছেনÑ ‘ফুল পাখি নদী গাঁও সব জুড়ে আছো/ কুলি মাঝি মজুরের গানে তুমি বাঁচো।’
শুকলাল দাশ তার বইটিতে শব্দের নান্দনিক উপস্থাপন ও শক্তিমান লেখকের ন্যায় মজবুত গাঁথুনির মাধ্যমে একটা কাব্যিক আবহ তৈরি করেছেন। বইটির মূল্য : ২০০ টাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট