জননী মা-শিশু ও জেনারেল হাসপাতাল, নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম এ নিম্নলিখিত পদে লোক নিয়োগ করা হইবে।
১) মেডিঃটেক (রেডিওগ্রাফী)-১জন (অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে),
২) রিসিপশনিষ্ট-২জন (পুরুষ) (কমপক্ষে এইচএসসি পাস, কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে),
৩) মার্কেটিং অফিসার ২জন (পুরুষ)
৪) ল্যাব টেকনিশিয়ান (পুরুষ)-২জন,
৫) ওয়ার্ড বয়-২জন (কম পক্ষে অষ্টম শ্রেণী পাশ),
৬) আয়া-৪জন। বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, দরখাস্ত, বায়োডাটা এবং যাবতীয় কাগজপত্রসহ আগামী ১৫/০৯/২০২৪ ইং তারিখের মধ্যে সরাসরি নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
ব্যবস্থাপনা পরিচালক, জননী মা-শিশু ও জেনারেল হাসপাতার নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মোবাইলঃ ০১৬২৭২৬২৮৭১