চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন প্রায় এক লাখ

অনলাইন ডেস্ক

২৬ মার্চ, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা। সংস্থাটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর—এমআইএস

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বা এ ধরনের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ ডেটা সংগ্রহ ও অ্যানালাইসিসে পারদর্শী হতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে (এসডিএলসি) জানাশোনা থাকতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য অ্যাপ তৈরির অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রশিক্ষণ, অ্যানালাটিক্যাল দক্ষতা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। পিএইচপি, অ্যাডভান্সড জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জেকোয়ারি, রুবি অন রেলস/পাইথন/এএসপিডটনেটকোরে অভিজ্ঞ হতে হবে। মাইএসকিউএল/এসকিউএল সার্ভার ডেটাবেজ নিয়ে ভালো জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

 

বয়স: ২৫ থেকে ৬০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৯৭,৩৭৪ টাকা।
সুযোগ–সুবিধা: সংস্থার নীতিমালা অনুসারে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিল, বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও সপ্তাহে দুই দিন ছুটির সুবিধা দেওয়া হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট