চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২২ | ৮:৪৫ অপরাহ্ণ

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (ইজিসিবি) ৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে ১১ থেকে ৩১ আগস্ট ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: উপব্যবস্থাপক (হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট এন্ড কোয়ালিটি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিবেশবিজ্ঞান/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী ব্যবস্থাপক (পরিবেশ)/সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রে সেফটি কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: ৭০ হাজার টাকা
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

২. পদের নাম: উপব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/একাউন্টিংয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি। সিএ/সিএমএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ,অডিট)/সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: ৭০ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইইই/ইইসিই/এমই বিষয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: ৫২ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৪. পদের নাম: সহকারী প্রকৌশলী (আইসিটি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি বিষয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: ৫২ হাজার টাকা
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (আইসিটি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার টেকনোলজি/কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: ৪০ হাজার টাকা
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৬. পদের নাম: কেয়ারটেকার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: ২৩ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৭. পদের নাম: কুক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: ১৪ হাজার ৫০০ টাকা।
অন্যান্য সুবিধা: বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩১ আগস্ট উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। ৩ থেকে ৭ নম্বর পদে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। আর ইজিসিবির কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইট বা ইজিসিবি লিমিটেডের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য https://egcb.gov.bd/ এই লিংকে জানা যাবে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন বা [email protected] ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ থেকে ৩১ আগস্ট ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট