চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লিডার্স স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

৬ জুলাই, ২০২২ | ১০:৩৩ অপরাহ্ণ

লিডার্স স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ২৮ জুলাই ২০২২ তারিখের মধ্যে লিখিত আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী শিক্ষক (রসায়ন)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স/মাস্টার্স। সমগ্র শিক্ষা জীবনে কোন পরীক্ষায় ৩য় শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন: গ্রেড-১০ (১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) ।
শর্ত প্রযোজ্য
গ্রেড-১১ (১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা) বি.এড ছাড়া সহকারী শিক্ষক

পদের নাম: সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স/মাস্টার্স। সমগ্র শিক্ষা জীবনে কোন পরীক্ষায় ৩য় শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন: গ্রেড-১০ (১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) ।
শর্ত প্রযোজ্য
গ্রেড-১১ (১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা) বি.এড ছাড়া সহকারী শিক্ষক

পদের নাম: জুনিয়র শিক্ষক

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স/মাস্টার্স অথবা সমমান ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: গ্রেড-১৪ (১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা) ।

অন্যান্য সুবিধা: স্থায়ীভাবে নিয়োগপত্র প্রাপ্তদের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিধি ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, ভবিষ্যৎ তহবিল ও কল্যাণ তহবিল সুবিধা আছে। বিভিন্ন সময়ে সরকার ঘোষিত বেতন বৃদ্ধির নীতিমালা অনুসৃত হয়।

যেভাবে আবেদন করবেন: আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য (যদি থাকে) সনদপত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অধ্যক্ষ, লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, বালুছড়া শাখার অনুকূলে যে কোন শিডিউল ব্যাংক থেকে ১নং ও ২নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা এবং ৩নং পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/ পে অর্ডার বা ক্যাশ (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিবন্ধন/ইনডেক্সধারী, অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ২৯-০৭-২০২২ তারিখ সকাল ০৯:০০ টায়। সকল প্রার্থীকে বাংলা এবং ইংরেজিতে লেখা এবং বলাতে দক্ষ ও পারদর্শী হতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ক্লাস নিতে সক্ষম হতে হবে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট