চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২২ | ১১:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রভাষক, সহকারী শিক্ষক, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ২৩ জুন ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রভাষক- অর্থনীতি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা

পদের নাম: সহকারী শিক্ষক- হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

শিক্ষাগত যোগ্যতা: উপাধি ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি/সমান অথবা সংস্কৃত বিষয়সহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান। সংস্কৃত বিষয়সহ স্নাতক ডিগ্রি/সমমান। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩২ হাজার ২৪০ টাকা

পদের নাম: সহকারী শিক্ষক- প্রাথমিক

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন: ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন: ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা

যেভাবে আবেদন করবেন: শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষক নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণ বায়োডাটা এবং সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে প্রতিষ্ঠানের অনুকূলে ১নং পদের জন্য ৮০০ টাকা, ২নং পদের জন্য ৭০০ টাকা, ৩নং পদের জন্য ৬০০ এবং ৪ ও ৫নং পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে অর্ডাসহ (অফেরতযোগ্য) অধ্যক্ষ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, খাগড়াছড়ি সেনানিবাস বরাবর আবেদনপত্র আগামী ২৩ জুন ২০২২ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। পরীক্ষা তারিখ ফোনে জানানো হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট