১৪ মে, ২০২২ | ৯:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা বাসের ধাক্কায় লায়লা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকাল ৮টার দিকে হাজেরা তজু কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লায়লা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত লায়লা বেগম পুরাতন চান্দগাঁ থানা এলাকার মৃত হারুনুর রশিদের স্ত্রী।
পূর্বকোণ/রাজীব/পারভেজ