চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২২ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সহকারী প্রকৌশলী (পুর) ৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ১৮ এপ্রিল ২০২২ এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয়ে বিভাগের সংস্থাপন শাখায় প্রয়োজনীয় পত্রাদি জমা দিয়ে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী(পুর)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর সদস্য হতে হবে।

বেতন: ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)

বয়স: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং
প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

যেভাবে আবেদন করবেন: আবেদনপত্রের সাথে সত্যায়িত সদ্য তোলা ৩(তিন) কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয়তা সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাগতযোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ১৮ এপ্রিল ২০২২ তারিখ অফিস চালাকালীন সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় (৪র্থ তলায়) জমা দিতে হবে।

১) মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে ১০০০ (এক হাজার) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট
(অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

২) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে এ সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৩) ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

৪) প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে আবেদন করতে হবে।

৫) লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ দেয়া হবে না।

৬) আবেদনপত্রের সাথে যোগাযোগের নির্ভুল ঠিকানা সম্বলিত স্ট্যাম্পসহ ফেরত খাম দিতে হবে।

৭) সরকারী পরিপত্র অনুযায়ী বিভিন্ন কোটা সংরক্ষণ করা হবে।

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২২

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট