চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক 

২৬ অক্টোবর, ২০২১ | ৮:২৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের স্টোর কিপার-কাম-হিসাব সহকারী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের উচ্চমান সহকারী, এটেস্ট অফিসের সেনেটারি সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ আগামী ১৪ নভেম্বর এর মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের সংখ্যা: ৩টি

পদের নাম: স্টোর কিপার-কাম-হিসাব সহকারী

শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি/সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বেতন: ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা

পদের নাম: উচ্চমান সহকারী

শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি/সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীকে প্রশাসনিক কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বেতন:১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা

পদের নাম: সেনেটারি সুপারভাইজার (পুনঃবিজ্ঞপ্তি)

শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি/সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীকে সাইকেল বা মোটরসাইকের চালনায় পারদর্শী হতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বেতন:৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা

আবেদন করার নিয়ম: আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। রেজিস্ট্রারের নিকট প্রদেয় ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র আগামী ১৪ নভেম্বর ২০২১ এর মধ্যে ক্রমিক-১ এর আবেদনপত্র চেয়াম্যান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে, ক্রমিক-২ এর আবেদনপত্র পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে এবং ক্রমিক ৩ এর আবেদনপত্র এটেস্ট ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২১

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট