১৬ জানুয়ারি, ২০২১ | ১১:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পৃথক অভিযানে শ্যামলী পরিবহন ও হানিফ পরিবহনে যাত্রীবেশে ৫৮ লাখ টাকার ইয়াবা পাচারকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সীতাকণ্ডের ভাটিয়ারী ও পটিয়ার ইন্দ্রপোল বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে বিশেষ পদ্ধতিতে কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে ১১ হাজার ৬১০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা। অভিযানে একটি এক কোটি টাকা মূল্যের হানিফ পরিবহন বাস জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হল- ফাতেমা খাতুন (৩৫), জাহাঙ্গীর আলম (৪০), সিকান্দর বাদশা (৪৬)। ফাতেমা খাতুন টেকনাফের তুলাতলীর নেংগুর বিল এলাকার মৃত মো. হোসেনের মেয়ে। অন্যদিকে জাহাঙ্গীর আলম একই এলাকার মৃত নাজির আহমেদের ছেলে। এছাড়া গ্রেপ্তার সিকান্দর বাদশা লোহাগাড়ার মিয়াজান কাজীর পাড়ার আহমদ কবিরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছর। তিনি বলেন, ভাটিয়ারীর মাদামবিবির হাট এলাকায় শ্যামলী পরিবহনে তল্লাশি করে ভ্যানিটি ব্যাগের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৬০ ইয়াবাসহ ফাতেমা খাতুন ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পটিয়ার ইন্দ্রপোল বাইপাস মোড় এলাকায় হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে বাসটির স্টিয়ারিংয়ের ড্যাশবোর্ডের ভিতর লুকানো ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ চালক সিকান্দর বাদশাকে আটক করা হয়। অভিযানে একটি এক কোটি টাকা মূল্যের হানিফ পরিবহন বাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ তাদের সিকাকুণ্ড ও পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 734 People