চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সোলাইমানি হত্যার নিন্দা জানানোয় নারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২০ | ১:৩৯ অপরাহ্ণ

মার্কিন ড্রোন হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানি হত্যার নিন্দা জানানোয়  একটি আদালত একজন মুসলিম নারীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন। তার নাম ইকবাল বেরিশা হুদুতি।

বেরিশা হুদুতি বর্তমানে ৩ সন্তানের জননী। তিনি কসোভোর একটি ইসলামপন্থি সংস্থার প্রতিষ্ঠাতা।

জানা গেছে, এই হত্যাকাণ্ডের নিন্দা জানান ইকবাল বেরিশা হুদুতি। এ কারণে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়ার জন্য আদালতে আবেদন জানান কসোভোর একজন সরকারি আইনজীবী। আর আদালত তার আবেদন গ্রহণ করেন।

এ বিষয়ে কসোভোর স্পেশাল প্রসিকিউশনের প্রধান ব্লেরিম ইসুফাজ বলেছেন, হুদুতি প্রকাশ্যে সহিংসতা উসকে দিয়েছেন। এই অপরাধে গত ৭ জানুয়ারি তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি। এই হত্যাকাণ্ড চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট