চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পদবী পরিবর্তনের দাবিতে বাকাসস জেলা নেতৃবৃন্দের কর্মবিরতি

২৪ জানুয়ারি, ২০২০ | ৯:৩২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দীর্ঘদিন বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা কর্মস্থলের হাজিরা খাতায় স্বাক্ষর করে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করা হয়। গত ২০ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন শুরু হয়। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি সোম ও মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা এবং দাবি আদায় না হলে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনসহ অফিস চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দরা।

এ উপলক্ষে এক সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশ শর্মা, উদয়ন কুমার বড়ুয়া, আলী আজম খান, আবদুল মন্নান, সাদিয়া নুর, সাহেদুল ইসলাম, অপর্না দাশ, শুভ্রা চাকমা, কাজলী দেবী, প্রদীপ কুমার চৌধুরী, সফিউল আলম, নুরুল মুহাম্মদ কাদের, মো. শোয়াইব মুহাম্মদ দুলু প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন