চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বেজোসের ফোন হ্যাকিংয়ে সৌদি যুবরাজ!

২৩ জানুয়ারি, ২০২০ | ৩:৩৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : অ্যামাজন প্রধান জেফ বেজোসের স্মার্টফোন হ্যাকিংয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট জড়িত থাকতে পারে বলে উঠে এসেছে এক তদন্তে। হ্যাকিংয়ের ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন বেজোস।

এ ঘটনায় বেজোসের স্মার্টফোনের কিছু ক্ষুদে বার্তা ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়েরার হাতে পেয়ে তা প্রকাশ করে। বার্তাগুলো বান্ধবী লরেন সানচেজকে পাঠিয়েছিলেন বেজোস। সে সময় ২৫ বছরের সংসার জীবনের ইতি টানার কথা বলে আসছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি বেজোস।

হ্যাকিংয়ে সৌদি যুবরাজের হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট জড়িত থাকার বিষয়টিকে টুইটারে “অবাস্তব” বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাস। এমন দাবির কারণে তদন্তে আহ্বানও জানিয়েছে সৌদি দূতাবাস। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসে নৈশভোজের সময় ফোন নাম্বার আদান প্রদান করেন বেজোস এবং সালমান। এরপর সালমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ফাইল আসে বেজোসের ফোনে। ওই লিংকের বিষয়ে “মাঝারি থেকে উচ্চমাত্রার আত্মবিশ্বাসী” বলে জানিয়েছেন গবেষকরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট