চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভারতে ‘উবার ইটস’ কিনে নিল জোমাটো

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৫২ পূর্বাহ্ণ

ক্রমাগত লোকসানের মুখে থাকা ভারতের ‘উবার ইটস’ কিনে নিয়েছে প্রতিদ্বন্দ্বী জোমাটো। ২০১৭ সালে খাবার বিপণনের ব্যবসা শুরু তিন বছরেও লাভের মুখ না দেখে সোইগি ও জোমাটোর সাথে প্রতিদ্বন্দ্বীতায় টিকতে পারছিল না উবার ইটস।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, উবার মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। খাবার বিপণন, রাইড শেয়ারিং ব্যবসা রয়েছে। ২০১৭ সালে মুনাফার আশায় ভারতে খাবার ডেলিভারির ব্যবসা শুরু করেছিল উবার। কিন্তু অন্য দুই বড় খাবার সরবরাহকারী সোইগি ও জোমাটোর সাথে প্রতিদ্বন্দ্বীতার কারণে ক্রমাগত লোকসানের শিকার হচ্ছিল উবার।
তবে জোমাটের কাছে সম্পূর্ণ ‘উবার ইটস’ বিক্রি করেনি। এখনও উবার ইটস এর ৯.৯৯ শতাংশ শেয়ারের মালিক উবার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট