চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পানির নয়, আগুনের ঝরনা!

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৫১ পূর্বাহ্ণ

কখনো পাহাড়ের গা বেয়ে আগুনের নদীকে ঝরনা হয়ে নেমে আসতে দেখেছেন? যদি না দেখে থাকেন তবে ভাইরাল হওয়া এই ভিডিও আপনারই জন্যে। ভিডিওটি রবিবার এক ব্যক্তি টুইটারে শেয়ার করেছেন আর তারপর থেকে সেটি দেখে ফেলেছেন কমপক্ষে তিন দশমিক আট মিলিয়ন মানুষ। কালো পাহাড়, তার ওপর সাদা বরফের স্তর। গায়ে আগুনে লাল রঙের আভা, এ যেন স্বর্গীয় দৃশ্য। তবে এমন চমক শুধু দেখা যায় ফেব্রুয়ারি মাসেই। ক্যালিফোর্নিয়ার ইয়সমাইট ভ্যালিতে গেলে দেখা যাবে চোখ জুড়ানো এই আগুনের ঝরনা বা ফায়ারফলস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট