চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বের উন্নয়নেও ভারতের আর্থিক মন্দার ধাক্কা দেখছে আইএমএফ

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৫১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতে অর্থনৈতিক ঝিমুনির প্রভাবে বিশ্বের উন্নয়নও ধাক্কা খাবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। বৈশ্বিক এই সংস্থার মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ সোমবার এমনটাই জানিয়েছেন।

এই অর্থনীতিবিদের মতে, ভারতের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ায় তা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে টেনে নামাবে আরও ‘০ দশমিক ১’ শতাংশ নীচে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার নিয়ে পূর্বাভাস করতে গিয়ে আইএমএফ তা দাঁড় করিয়েছে ৪ দশমিক ৮ শতাংশে। ওই পূর্বাভাসে গত তিন মাসের মধ্যেই যা নেমে গিয়েছে ১ দশমিক ৩ শতাংশ নীচে।
ভারতের আর্থিক বৃদ্ধি ছাড়াও দেশটির সামাজিক পরিস্থিতি নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে আইএমএফ। সংস্থাটি ভারতের বিতর্কিত নাগরিকত্ব নিয়ে নতুন আইন (সিএএ)-র বিরুদ্ধে বিক্ষোভের দিকে কড়া নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে। আর আগামী এপ্রিলে এই বিষয়টি নিয়ে পর্যালোচনাও করবে তারা। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-প্রতিবাদ-হিংসায় উত্তাল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট