চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গৃহযুদ্ধের সময় নিখোঁজ সবাই মারা গেছে : রাজাপাকসে

২২ জানুয়ারি, ২০২০ | ৩:৫১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় যে ২০ হাজারেরও বেশি লোক নিখোঁজ হয়েছিল তারা সবাই মারা গেছে বলে প্রথমবারের মতো স্বীকার করলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবেয়ে রাজাপাকসে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের এক দূতের সঙ্গে বৈঠকে রাজাপাকসে ওই মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নিখোঁজদের ডেথ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শ্রীলঙ্কার আইন অনুযায়ী, ডেথ সার্টিফিকেট না থাকলে নিখোঁজ স্বজনের সম্পত্তি, ব্যাংক একাউন্ট বা অন্যান্য সম্পদ তার পরিবারের সদস্যরা হস্তগত করতে পারবেন না।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হানা সিঙ্গারের সঙ্গে প্রেসিডেন্ট গোটাবেয়ে রাজাপাকসের বৈঠকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের অধিকাংশই লিবারেশন অব তামিল ইলমের (এলটিটিই) নিয়োগকৃত লোক ছিল। “নিখোঁজ ব্যক্তিদের ইস্যুটি সমাধানের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। এই নিখোঁজ ব্যক্তিরা আসলে মারা গেছেন বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি,” বিবৃতিতে এমনটি বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে নিখোঁজদের পরিবারগুলো তাদের প্রিয়জনরা কোথায়, এটি জানানোর দাবি জানিয়ে আসছিল। অনেকেরই আশা ছিল তাদের স্বজন এখনো বেঁচে আছে, নিরাপত্তা বাহিনীগুলো তাদের আটকে রেখেছে। তবে তাদের এ ধারণা আগেই প্রত্যাখ্যান করেছিল সরকার। নিখোঁজদের পরিবারের শত শত সদস্যরা প্রতিদিন তাদের জন্য প্রার্থনা করতে মিলিত হয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে তাদের স্মৃতি অমলিন রেখেছে।

২৬ বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলার পর ২০০৯ সালের মে মাসে বিদ্রোহী তামিল টাইগারদের পরাজিত করে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট