চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২০ | ১২:৪৮ অপরাহ্ণ

ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৩৪ মিনিটে ক্যান্টারবেরিতে অক্সফোর্ডের ৩০ কিলোমিটার দক্ষিণে বার্নহামের ক্রাইস্টচার্চে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ১।

ভূমিকম্পকালীন সময়ে সেখানকার বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলো। তখন সমানে ঘরের আসবাবপত্র দুলছিলো। এতে শহরের বাসিন্দারা ঘুম থেকে জেগে যান। অনেকে বাইরে বেরিয়ে আসেন ঘরবাড়ি ছেড়ে।

নিউজিল্যান্ডে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। এর আগে দেশটির সাউথ আইল্যান্ডে আঘাত হেনেছিল ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ২০১৬ সালের নভেম্বরে। এতে তখন কমপক্ষে দুজন নিহত হয়েছিল। ক্ষতিগ্রস্থ হয়েছিল অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন