চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করছে চীন

২১ জানুয়ারি, ২০২০ | ৫:০০ পূর্বাহ্ণ

একবারের বেশি ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য পণ্যের ব্যবহার দেশজুড়ে কমানোর বড় ধরনের পরিকল্পনা করেছে চীন। এর আওতায় চলতি বছরের মধ্যেই অ-পচনশীল একবার ব্যবহারযোগ্য ব্যাগ দেশের প্রধান প্রধান শহরে নিষিদ্ধ করা হবে।আর ২০২২ সাল নাগাদ এসব ব্যাগ নিষিদ্ধ হবে বাদবাকি সব শহর ও নগরে। চীনের রেস্টুরেন্টগুলোতেও ২০২০ সালের শেষ নাগাদ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক স্ট্র ব্যবহার নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বিবিসি। রেস্টুরেন্ট শিল্প সংশ্লিষ্টদেরকে ব্যবসায় সবধরনের সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সরঞ্জাম ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও হোটেল ব্যবসায়ীদেরকে ২০২৫ সালের মধ্যে বিনামূল্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য দেওয়া বন্ধ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট