চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ ক্যাম্পে হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:০০ অপরাহ্ণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মারিব শহরে এক সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে হুথি বাহিনীর  হামলায় অন্তত ৬০ সেনা নিহত হয়। শনিবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আরও ৩০ জনেরও বেশি সেনা সদস্য আহত হয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।

আল এখবারিয়া টিভির বরাত দিয়ে শনিবার সন্ধ্যায় সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মেরিব শহরে ওই হামলার ঘটনাটি ঘটেছে। ইয়েমেনে মূলত ইরান ও সৌদি আরবের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছে।

স্টকহোমে ২০১৮ সালে হুথি ও ইয়েমেন সরকারের মধ্যে শান্তি চুক্তি হলেও সম্প্রতি হুথিদের হামলা ফের বেড়ে গেছে। এ ঘটনায় আরো ২০ জনে সেনা আহত হয়। ওই সামরিক প্রশিক্ষণ ক্যাম্পটি আরব জোটের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে। মারিবের সামরিক হাসপাতাল থেকে আহতদের চিকিৎসার জন্য রক্ত দেয়ার আবেদন জানানো হয়েছে।

তবে হামলার ব্যাপারে আরব জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয় নি।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট