চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জনসনের ওষুধ সেবনে পুরুষের স্তন বৃদ্ধি, ৮০০ কোটি ডলার জরিমানা

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি মানসিক চিকিৎসার ওষুধ সেবনের পর স্তনের আকার বদলে যাওয়ার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার আদালত কোম্পানিটিকে ৮ বিলিয়ন ডলার জরিমানা করেছেন।

ওষুধ সেবনের পর পুরুষের স্তন বৃদ্ধির ব্যাপারে গ্রাহকদের সতর্ক করতে ব্যর্থ হওয়ায় শুক্রবার ফিলাডেলফিয়ার আদালতের বিচারকরা এই বহুজাতিক কোম্পানিকে জরিমানা করেছেন।

আদালত বলেছেন, এই মুহূর্তে ক্ষতিপূরণ হিসেবে ভূক্তভোগীকে ৬ দশমিক ৮ মিলিয়ন ডলার পরিশোধ করবে জনসন অ্যান্ড জনসন। তবে মার্কিন এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিজঅর্ডারের চিকিৎসায় জনসিন ফার্মাসিউটিক্যালসের রিসপারডাল ওষুধটি সেবনের পর তার স্তন বড় হতে থাকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট