চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘আপনারা এখনও কিছু দেখেননি’

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ জলবায়ু আন্দোলন নিয়ে বিশ্বনেতাদের ভূমিকার সমালোচনা করে বলেছেন, ‘আপনারা এখনও কিছু দেখেননি’।
শুক্রবার সুইজারল্যান্ডের লুজানে শহরে ১০ হাজার মানুষের একটি বিক্ষোভ র‌্যালিতে তিনি এ কথা বলেন। আগামী সপ্তাহে দাভোসে জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ধনী দেশগুলোর নেতারা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নে এসব দেশের ভূমিকার নিন্দা জানাতে এই বিক্ষোভ র‌্যালির আয়োজন করা হয়েছিল।

১৭ বছরের থানবার্গ বলেন, ‘আমরা নতুন একটি বছরে পৌঁছেছি এবং নতুন একটি দশকে প্রবেশ করেছি। এই দশকে সত্যিকারের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো পদক্ষেপ আমরা দেখিনি’।

তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আছেন তাদের উদ্দেশে আমি বলতে চাই, এই বার্তাটি আমরা বিশ্ব অর্থনৈতিক ফোরামের কাছে নিয়ে আসব’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট