চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লিবিয়া যাচ্ছে তুরস্কের সেনা

১৮ জানুয়ারি, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, লিবিয়ায় সেনা পাঠাতে শুরু করেছে আঙ্কারা। সেখানে জাতিসংঘ সমর্থিত সরকারের অবস্থান শক্ত করতে ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনা পাঠানো হচ্ছে। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে গত সপ্তাহে তুরস্কের সংসদে সেনা পাঠানোর বিষয়ে অনুমোদন দেওয়া হয়। গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তিতে জাতিসংঘ সমর্থিত সরকার স্বাক্ষর করলে এতে স্বাক্ষর করেনি হাফতার। ছবি- আলজাজিরা

শেয়ার করুন