চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৭০ বছরে চীনে কমেছে শিশু জন্মহার

১৮ জানুয়ারি, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ৭০ বছরের মধ্যে চীনে শিশু জন্মহার সবচেয়ে কমেছে। গতকাল শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ২০১৯ সালে চীনে প্রতি হাজারে শিশু জন্মের হার ছিল ১০ দশমিক ৪৮। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন গঠনের পর এটিই সবচেয়ে কম জন্মহার। ২০১৮ সালে দেশটিতে এক কোটি ৪৬ লাখ ৫০ হাজার শিশুর জন্ম হয়েছিল। গত বছর এই সংখ্যা থেকে পাঁচ লাখ ৮০ হাজার কম শিশু জন্ম হয়েছে।

কয়েক বছর ধরেই চীনে শিশু জন্মহার কমছে, যেটি ধীরে ধীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। জন্মহারের সঙ্গে দেশটিতে মৃত্যু হারও কমতে শুরু করেছে। এর ফলে চীনের জনসংখ্যা ১৩৯ কোটি থেকে গত বছর ১৪০ কোটিতে দাঁড়িয়েছে। এ কারণে দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমছে, বাড়ছে অবসরভোগীদের সংখ্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৭৯ সালে চীন এক সন্তান নীতি গ্রহণ করে। এই নীতির ফলে জনসংখ্যা কমলেও লিঙ্গ অসমতা দেখা দেয়। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা তিন কোটি বেশি। জন্মহার হ্রাসের কারণে ২০১৫ সালে কমিউনিস্ট সরকার দুই সন্তান নীতিতে সরে আসে। তবে পড়াশোনা, আবাসন ও চিকিৎসা ব্যয়ের কারণে অধিকাংশ পরিবারের কাছে এটি প্রত্যাখ্যাত হয়।

শেয়ার করুন