চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চিকিৎসা নিয়েছেন ইরানের হামলায় ‘আহত ১১ মার্কিন সেনা

১৮ জানুয়ারি, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানি হত্যার বদলায় ইরান ইরাকের সামরিক ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তাতে মানসিকভাবে বিপর্যস্ত ১১ মার্কিন সৈন্যকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরানের ৮ জানুয়ারি হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে কয়েকজনের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার লক্ষণ দেখা যায়; তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়েছে,” বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান।
বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলেমানিকে হত্যার কয়েকদিন পর পশ্চিম ইরাকে ও উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর দুটি সামরিক ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেউ হতাহত হয়নি বলে তখন পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন।

শেয়ার করুন