চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ইরাকে যৌথ সামরিক অভিযান পুনরায় শুরু করলো যুক্তরাষ্ট্র

১৮ জানুয়ারি, ২০২০ | ১:৩৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পর ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে স্থগিত করা যৌথ সামরিক অভিযান পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরাকে মোতয়েনকৃত মার্কিন বাহিনী এই ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

ইরাকের সেনাবাহিনীর সঙ্গে কাজ করা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সালাহ আল-দিন অপারেশন্স কমান্ড জানিয়েছে, এক সামরিক অভিযানে আট সেনা নিহত ও আইএস অবস্থান গুড়িয়ে দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহে আইএস জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কিরকুক, সালাহউদ্দিন ও দিয়ালা এলাকায় হামলা বেড়েছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে দেওয়া সহযোগিতা পুনরায় শুরু করতে চায়।
চলমান পরিস্থিতির সুবিধা যাতে আইএস নিতে না পারে সেজন্য যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করতে চায় বলেও জানান ওই দুই কর্মকর্তা।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

কুদস ফোর্সের প্রধান সোলাইমানি নিহতের পর ৫ জানুয়ারি ইরাকে আইএসবিরোধী লড়াই স্থগিত করে যুক্তরাষ্ট্র। একই দিনে ইরাকের পার্লামেন্টে দেশটি থেকে সব বিদেশি সেনা
প্রত্যাহারের প্রস্তাব
দেয় সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট