চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দাবানলের পর সিগারেটে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

১৮ জানুয়ারি, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের পর জনসমক্ষে ধূমপানের ব্যাপারে কঠোর হচ্ছে দেশটির সরকার। ইতোমধ্যে নিউ সাউথ ওয়েলসে গাড়ি চালানোর সময় জানালা দিয়ে সিগারেট বের করে রাখলে ১১ হাজার ডলার জরিমানার বিধান করা হয়েছে। শুধু চালক নয়, যাত্রীদের ক্ষেত্রেও এ আইন প্রযোজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বরে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণী প্রাণ হারিয়েছে। অসংখ্য গাছ পুড়েছে, হাজার হাজার বনভূমি উজাড় হয়েছে, ভস্মীভূত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। দেশটির নিউ সাউথ ওয়েলসের মধ্য উপকূলীয় কুলনুরা এলাকায় ১৫৬ লাখ হেক্টর আয়তনের গাছপালা পুড়ে বৃহৎ আকারের খেলার মাঠের মতো ফাঁকা হয়েছে। এই অবস্থায় আগুন নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

শেয়ার করুন