চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেক্সিকো সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২০ | ১২:৩৪ অপরাহ্ণ

মেক্সিকো সীমান্তের তামাউলিপাসে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস ঘেঁষা মেক্সিকোর এ সীমান্তে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সেনাবাহিনীর ওপর হামলা করতে চেয়েছিল। খবর দ্য হিন্দুর।

তামাউলিপাস কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তামৌলিপাসের মিহুয়েল আলেমান শহরে সেনারা টহল চালানোর সময় হামলা চালানো হয়। পরে উভয় পক্ষের গোলাগুলিতে ১১ জন হামলাকারী নিহত হন।

প্রসঙ্গত, গত বছর ১১ জানুয়ারি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী একটি শহরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মেক্সিকো সীমান্তে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম রুখতে দেশটির সরকার সেনাটহল বাড়িয়েছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট