চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পাকিস্তানে বন্যা: ৩৫ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে শতাধিক পরিবার। গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির বেশকিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এর ফলে কাশ্মীর, বেলুচিস্তান, গিলিত-বাল্টিস্তান, মালাকান্দ, হাজারাসহ বেশ কিছু স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া  তুষারধসের মত ঘটনাও ঘটছে।

বন্যার কারণে কারাকোরাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভারি তুষারপাতের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে চিত্রাল জেলার যোগাযোগ ব্যবস্থাও। প্রাণহানি ও হতাহতের বেশিরভাগ ঘটনাই ঘটেছে কাশ্মীর ও বেলুচিস্তানে। সেখানে ভূমিধস ও তুষারধসের ঘটনায় বেশ কিছু বাড়িঘর বিধ্বস্তের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট