চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আবারও গ্রেফতার ম্যানিং

১৮ মে, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : অ্যাসাঞ্জের বিষয়ে অস্বীকৃতি জানানোয় আবারও গ্রেফতার হতে হলো মার্কিন সেনা গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিংকে (চেলসি ম্যানিং)। ১৬ মে সাড়াজাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে এক তদন্তের অংশ হিসেবে গ্র্যান্ড জুরির সামনে জবানবন্দি দিতে বলে রাজি হননি তিনি।
ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন তখনকার ব্রাডলি ম্যানিং। ২০১৩ সালে তার বিরুদ্ধে সাত লাখ নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে হরমোন থেরাপির পর চেলসি ম্যানিং নামে নারী হিসেবে আত্মপ্রকাশ করেন। বিচারে তাকে ৩৫ বছরের কারাদ- দেওয়া হয়। গত বছরের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। চলতি বছর মার্চে ম্যানিংকে আটক করে পুলিশ। ৬২ দিন পুলিশি হেফাজতে থাকার পর কিছুদিন আগে মুক্তি পান তিনি। ম্যানিংয়ের আইনী দলের মুখপাত্র অ্যান্ডি স্টেপানিয়ান বলেন, বিচার অ্যান্থনি ত্রেঙ্গার নির্দেশে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তাকে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ত্রেঙ্গা তাকে আবারও কারাগারে পাঠিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে জবানবন্দি না দলে প্রতিদিন ৫০০ ডলার করে জরিমানা গুণতে হবে তার। আর ৬০ দিনের মধ্যে না দিলে প্রতিদিনের জরিমান হবে ১ হাজার মার্কিন ডলার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট